মাহবুব জামান
প্রতিবারের মত এবারো বছরের শেষ শুক্রবার অর্থাৎ ২৯ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হবে বিক্রমপুর দিবস।
রাঢ়ীখালে স্যার জগদীশ চন্দ্র বোস ইন্সটিটিউট কমপ্লেক্সে। গত শনিবার এর প্রস্তুতি সভা ছিল। অনুষ্ঠানের আয়োজক প্রজন্ম বিক্রমপুর কিন্তু উৎসব সবার। সমগ্র বিক্রমপুরবাসীর।গত বছরটি যেমন হয়েছিল। এবার হয়তো আরো বেশী জমবে।
বিক্রমপুরের মানুষেরা ছড়িয়ে আছে দুনিয়ার সর্বত্র। তারাও বছরের শেষ ছুটির দিনে নিজ নিজ জায়গায় পালন করবে বিক্রমপুর দিবস। ফ্রান্স, যুক্তরাজ্য ,আমেরিকা, ভারত ইতিমধ্যেই পরিকল্পনা নিয়ে নিয়েছে। অস্ট্রেলিয়াও প্রস্তুতি নিচ্ছে।
ধীরে ধীরে এটা হয়ে বিক্রমপুর বাসীর জন্য বিশ্বব্যাপী এক সার্বজনীন অনুষ্ঠান , উৎসব। শুভকামনা……..
Leave a Reply