নন্দিত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন সোমবার (২৫ ডিসেম্বর)। প্রয়াত এই শিল্পীকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘দ্বাদশ সঞ্জীব উৎসব২০২৩’। আয়োজন সাজিয়েছে সঞ্জীব উৎসব উদযাপন পরিষদ।
জানা গেছে, বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে আয়োজিত হবে গানে গানে এ স্মৃতিচারণ উৎসব। এতে গান পরিবেশন করবেন লিমন, জয় শাহরিয়ার, মুয়ীয মাহফুজ, সন্ধি, আহমেদ হাসান সানি, সাহস মুস্তাফিজ, সুহৃদ স্বাগত, শতাব্দী ভব, অর্ঘ্য, ঘুণপোকা, রাজেশ মজুমদার ও রাশেদ।
উৎসব আয়োজনে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি ও আজব কারখানা। উৎসব শুরু হবে বিকেল চারটায়, চলবে রাত নয়টা পর্যন্ত।
সঞ্জীব চৌধুরী ছিলেন একাধারে শিল্পী, লেখক ও সাংবাদিক। সঞ্জীব চৌধুরীর ও বাপ্পা মজুমদার মিলে গড়েছিলেন ব্যান্ড ‘দলছুট’। অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী সঞ্জীব চৌধুরী।
Leave a Reply