নিজস্ব প্রতিবেদক, জাপান
খ্যাতিমান সাংবাদিক, লেখক, সম্পাদক, গবেষক, শিশুসাহিত্যিক প্রবীর বিকাশ সরকারের সাথে জাপান বাংলা প্রেসের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি (শনিবার) জাপান বাংলা প্রেসের অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রবীশ বিকাশ সরকার তাঁর দীর্ঘ জীবনের সাংবাদিকতা ও সম্পাদনার অভিজ্ঞতা থেকে জাপান ভিত্তিক এই নিউজ পোর্টালকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এসময় জাপান বাংলা প্রেসের সম্পাদক মাহবুবুর রহমান বাবু প্রবীর বিকাশ সরকারকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, বিদেশ থেকে বাংলা পত্রিকা প্রকাশের অন্যতম সূতিকাগার প্রবীশ বিকাশ সরকার। তাঁর পরামর্শ, দিক নির্দেশনা আমাদের সমৃদ্ধ করবে।
উল্লেখ্য, জাপান থেকে প্রকাশিত প্রথম বাংলা ম্যাগাজিন ‘মানচিত্র’ প্রকাশ করেছিলেন প্রবীর বিকাশ সরকার। আশির দশকে জাপান থেকে প্রকাশিত বাংলা ম্যাগাজিন ‘মানচিত্র’ বাংলাদেশে ও প্রবাসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আধুনিক অফসেট মুদ্রণের সেই সময় রঙিন ম্যাগাজিন ‘মানচিত্র’ পাঠককে ব্যাপকভাবে আকৃষ্ট করে। পরবর্তীতে মানচিত্রকে অনুকরণ করে দেশে ও প্রবাসে অনেক পত্র পত্রিকা ,ম্যাগাজিন প্রকাশিত হয়।
মূলত দেশের বাইরে থেকে বাংলা পত্রিকা ,ম্যাগাজিন প্রকাশের পথ প্রশস্ত করে দেয় ‘মানচিত্র’।
প্রবীর বিকাশ সরকার জাপান বাংলা প্রেসের উদ্যোগকে স্বাগত জানান। সেইসাথে সবসময় এই নিউজ পোর্টালের পাশে থাকার আশ্বাস দেন। তার সর্বশেষ প্রকাশিত ‘বঙ্গবন্ধু এবং জাপান সম্পর্ক’ বইটি উপহার দেন।
Leave a Reply