নিজস্ব প্রতিবেদক, জাপান
আগামীকাল (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় মিনি বাংলাদেশখ্যাত শিন ওকুবোতে নাম্বার ওয়ান এশিয়ান হালাল ফুড অফিসে ‘শিন ওকুবো বিজনেস কমিউনিটির’ মিটিং অনুষ্ঠিত হবে। শিন ওকুবোতে বাঙালি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন শিন ওকুবো বিজনেস কমিউনিটি। প্রতিদিন বাঙালি মালিকানাধীন এসব প্রতিষ্ঠান বাংলাদেশীদের পদচারণায় মুখর থাকে। যেন একটুকরো বাংলাদেশ।
জাপান বাংলা প্রেস ডট কম’র প্রতিবেদককে বিজনেস কমিউনিটির পক্ষে মাজহারুল ইসলাম লিটন বলেন, বিদায়ী বছরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা এবং আগামী বছরকে বরণ করার জন্যই আমাদের আগামীকালের মিটিং।
বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে আগামীকালের সভায়। সবাইকে নির্ধারিত সময়ে সবাই আসার অনুরোধ করেন তিনি।
নাম্বার ওয়ান এশিয়ান হালাল ফুডের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মাঝি মুনিরও সবাইকে এই সভায় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন।
Leave a Reply