নিজস্ব প্রতিবেদক, জাপান
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় মিনি বাংলাদেশখ্যাত শিন ওকুবোতে নাম্বার ওয়ান এশিয়ান হালাল ফুড অফিসে ‘শিন ওকুবো বিজনেস কমিউনিটির’ সভা অনুষ্ঠিত হয়।
শিন ওকুবোতে বাঙালি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন শিন ওকুবো বিজনেস কমিউনিটি।
প্রতিদিন বাঙালি মালিকানাধীন এসব প্রতিষ্ঠান বাংলাদেশীদের পদচারণায় মুখর থাকে। যেন একটুকরো বাংলাদেশ।
সভায় উপস্থিত ছিলেন মল্লিক মোঃ বাকীবিল্লাহ কচি, শাহিন রহমান, মাঝি মুনির, মাজহারুল ইসলাম লিটন, মোঃ রবিউল আলম, মোঃ আব্দুস সাত্তার, মোঃ মোশাররফ হোসেন শামীম, মোঃ নজরুল ইসলাম, পঙ্কজ কুমার দাস টিটু, মোঃ মাহবুবুল আলম খান, মাহমুদুর রহমান, শাওন মাহমুদ, নূর মোহাম্মদ রফসান জানী, সজল ডি ক্রজসহ অন্যান্যরা।
বিদায়ী বছরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা এবং আগামী বছরকে বরণ করার জন্যই সভাটি আহবান করা হয়।
শীনওকুবোতে একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় । এছাড়াও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।
শাওন মাহমুদ ও মাজহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা উল্লেখিত বিষয়ের উপর মূল্যবান বক্তব্য প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জাপানের কান্ট্রি ম্যানেজার সাইফুল ইসলাম।
Leave a Reply