ধুনট (বগুড়া) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (ধুনট- শেরপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু পক্ষে নৌকা মার্কার ভোট চেয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন পিরোজপুর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ডরথী রহমান এমপি।
প্রতিদিন ধুনট ও শেরপুর উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ জনগণের কাছে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করছেন তিনি।
গত শনিবার (৩০ ডিসেম্বর) ধুনট উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণাকালে তার সাথে ছিলেন, বগুড়া শহর ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি জি.এম. পারভেজ ড্যারিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, নিমগাছি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, মহিলা আওয়ামী লীগের নেতা নাজনীন নাহার, নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাহাদত হোসেন, আনিসুর রহমান, মাহমুদুল হাসান বকুল, বাদশা প্রাং ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় এমপি ডরথি রহমান বলেন, নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। দেশের প্রতিটি জেলা ও উপজেলা উন্নয়নের কাজ করছে সরকার। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই শেখ হাসিনা সরকারের লক্ষ্য। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে বাংলাদেশের কেউ ভূমিহীন-গৃহহীন থাকে না। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে নৌকা আবারও বিজয় লাভ করবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বগুড়ার সাবেক সাংসদ ডা. গোলাম সরোয়ারের মেয়ে ডরথী রহমান বগুড়ার আওয়ামী রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিয়ে আসছেন।
Leave a Reply