শোবিজ রিপোর্টার
ইতালির চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের ফাইনালে রাউন্ডে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য টাইম’। কলিজিয়াম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শীর্ষক এই উৎসবটি আগামী ১৩ ডিসেম্বর ইতালির রাজধানী রোমায় অনুষ্ঠিত হবে। ‘দ্য টাইম’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা নিকুল কুমার মণ্ডল।
জানা গেছে, এবারের উৎসবে শতাধিক দেশের ৪ শত চলচ্চিত্র জমা পড়েছিলো। এর মধ্যে ১০৫টি চলচ্চিত্র উৎসবের ফাইনাল রাউন্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। অর্ধশতাধিক নাটকের পরিচালক নিকুল কুমার মণ্ডলের এটিই প্রথম আন্তর্জাতিক অর্জন।

দ্য টাইম চলচ্চিত্রের পরিচালক নিকুল কুমুর মন্ডল
নিকুল কুমার মণ্ডল জানান, এই উৎসবটি অন্যান্য উৎসব থেকে আলাদা। ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে অফিসিয়াল সিলেকশন ও সেমি ফাইনালের দুইটি ধাপ পাড়ি দিতে হয়েছে। বিষয়টি আমার জন্য ভীষণ আনন্দের। এ অর্জন দ্যা টাইম সিনেমার সাথে সংশ্লিষ্ট সবার।