নিজস্ব প্রতিবেদক, জাপান
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাপানের টোকিওস্থ মিনি বাংলাদেশখ্যাত শিনওকোবোতে প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও হেড অফ অপারেশন ডিজিটাল প্রিন্টিং ও মার্কেটিং খন্দকার মোঃ গোলাম রাব্বানী ‘জাপান বাংলা প্রেস ডট কম’ অফিস পরিদর্শনে আসেন।
এ সময় ‘জাপান বাংলা প্রেস ডট কম এর উপদেষ্টা ও ‘নাম্বার ওয়ান এশিয়ান হালাল ফুড’ এর স্বত্বাধিকারী জনাব মাঝি মুনির তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন japanbanglapress.com এর সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান বাবু, আব্দুস সাত্তার রবিন ও মো. সবুজ খান।
খন্দকার গোলাম রব্বানী প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত কোম্পানির বিভিন্ন দিক তুলে ধরেন এবং জাপানের প্রাণ আরএফএল গ্রুপের সাথে ব্যবসা প্রসারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি শিনওকুবোতে অবস্থিত বাঙালি মালিকানাধীন বিভিন্ন হালাল ফুডের স্টল ঘুরে দেখেন।
Japanbanglapress.com এর সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান বাবু পত্রিকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাব্য দিক পত্রিকায় তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply