সাম্প্রতিক :
দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মানবতাবিরোধী অপরাধে দায় নেই, বিবিসিকে শেখ হাসিনা ডেনমার্কে রাষ্ট্রদূত হচ্ছেন ঢাবি ভিসি নিয়াজ আহমেদ, আরও তিনজনকে নিয়োগের প্রস্তাব মার্চের আগে সব বই পাবে না ১ কোটির বেশি শিক্ষার্থী! পাঁচ মামলায় সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত জাপানের কিংবদন্তি অভিনেতা তাতসুয়া নাকাদাই মারা গেছেন আর্মি সার্ভিস কোরকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেশের সব বিমানবন্দরে সতর্ক থাকার নির্দেশ বেবিচকের সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে তিন মাস বাড়াল অন্তর্বর্তী সরকার

কুয়েতের আমির মারা গেছেন

  • আপডেটের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ । ছবি : এএফপি

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

কুয়েত আমিরি সরকারের মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাবাহ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে দেশটির আমিরের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর কোনো কারণ জানায়নি কুয়েত সরকার। শেখ নাওয়াফের মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিয়েছে দেশটি।

বিবৃতিতে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাবাহ বলেন, ‘অতি দুঃখ ও শোকের সঙ্গে আমরা (কুয়েতের জনগণ, আরব ও ইসলামি জাতি এবং সারা বিশ্বের বন্ধু জনগণ) জানাচ্ছি যে  কুয়েতের আমির আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

শেখ নাওয়াফ ২০২০ সালে কুয়েতের আমির হন। ওই বছর ৯১ বছর বয়সে তার সৎভাই শেখ সাবাহ আল-আহমাদ-আল-জাবের-আল-সাবাহ যুক্তরাষ্ট্রে মারা যান। শেখ নাওয়াফের অপর সৎভাই শেখ মেশাল আল-আহমাদ-আল-জাবের কুয়েতের পরবর্তী আমির হবেন বলে মনে করা হচ্ছে। তিনি শেখ নাওয়াফের ডেপুটি হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com