নিজস্ব প্রতিবেদক, জাপান
টোকিওর শিনওকোবো বাংলাদেশী মালিকানাধীন জেবি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড নামক এক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মিনি বাংলাদেশখ্যাত টোকিওর শিন ওকোবোতে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান জেবি কমিউনিকেশন কো; লিমিটেড এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম রাজীব এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়-ক্ষতির সঠিক পরিমান জানা যায়নি। তবে মোহাম্মদ নজরুল ইসলাম রাজীব প্রাথমিকভাবে ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন।
সরেজমিন পরিদর্শনে জানা গেছে, ঘটনার দিন অফিসে অতিরিক্ত কাজের ব্যস্ততা থাকায় রাত সাড়ে এগারোটা পর্যন্ত স্টাফরা অফিসে ছিলেন। অফিস থেকে সবাই বের হয়ে যাওয়ার পর ১ ঘণ্টার মাথায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি শিন ওকোবোর ২নং ওয়ার্ড ৪-৫ নম্বর হোল্ডিং এর পঞ্চম তলায় ৫০৮ নম্বর সুইটে অবস্থিত।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে শিনওকোবোর বাংলাদেশি ব্যবসায়ীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সমবেদনা জানান। সেইসাথে তার পাশে থাকার আশ্বাস দেন।
জাপান বাংলা প্রেস ডট কমকে নজরুল ইসলাম রাজীব ভারাক্রান্ত কণ্ঠে জানান, আমার বিপুল পরিমান ক্ষতি হয়ে গেছে। নগদ অর্থ ছাড়াও অফিস সামগ্রী, ও অনেক ইলেক্ট্রনিক্স পণ্য, মোবাইল, ল্যাপটপসহ আনুমানিক ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জেবি কমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড এর স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম রাজীব এর জন্মস্থান বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার হলদিয়া ইউনিয়ন এর পূর্ব শিমুলিয়া গ্রামে।
Leave a Reply