জুরাইন প্রতিনিধি, ঢাকা
ঢাকার প্রান্তিক জনপদখ্যাত জুরাইনজুড়ে তখন তীব্র যানজট। এই যানজটকেই যেনো সবাই সাদরে সম্ভাষণ জানাচ্ছেন! যানজটে নাকাল যাত্রী সাধারণের চোখে-মুখে ভোগান্তি নয়, বরং আনন্দের ছাপ দৃশ্যমান। কারণ, আজকের যানজটের নেপথ্যে রয়েছে ভিন্ন আয়োজন। জুরাইনবাসীর নিকটজন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম এমপি দ্বাদশ জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় শ্যামপুর-কদমতলী থানাধীন ঢাকা- ৪ নির্বাচনী এলাকার গণমানুষ সংবর্ধনা প্রদান করেন। সেই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া জনতার ভিড়ে যেনো অনাকাঙ্খিত যানজটও ছিলো পরম কাঙ্খিত।
১০ মার্চ, রবিবার এই গণসংবর্ধনার আয়োজন করে শ্যামপুর-কদমতলী থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠন।
নবনির্বাচিত হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম এমপি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দোলাইরপাড় অংশে নেমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক দিয়ে জুরাইন রেল গেইটের দিকে অগ্রসর হন। এসময়ে ঢাকা-০৪ নির্বাচনী এলাকার আপামর জনসাধারণ, আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীরা এই এলাকার মাটি ও মানুষের নেতাকে ফুলের শুভেচ্ছা জানান। আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন।
Leave a Reply